শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আইসিটির তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আর নেই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৮, ২৯ নভেম্বর ২০২০  
আইসিটির তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আর নেই

ছবি: আব্দুল হান্নান খান (সংগৃহীত)

ঢাকা (২৯ নভেম্বর): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা গেছেন। 

রবিবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির অপর সমন্বয়ক এম সানাউল হক। 

সানাউল হক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন আব্দুল হান্নান খান।  রোববার তার হার্ট অ্যাটাক হলে আর ফেরানো সম্ভব হয়নি।

বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তে  প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। এরপর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হন তিনি। একপর্যায়ে প্রধান তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল হান্নান খান।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়