Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ব্যারিস্টার রফিকের অভাব আমরা বোধ করছি: ফখরুল 

বৃহস্পতিবার

২৩ জানুয়ারি ২০২৫


১০ মাঘ ১৪৩১,

২২ রজব ১৪৪৬

ব্যারিস্টার রফিকের অভাব আমরা বোধ করছি: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৭, ২৪ অক্টোবর ২০২০  
ব্যারিস্টার রফিকের অভাব আমরা বোধ করছি: ফখরুল 

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৪ অক্টোবর): বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিষ্টার রফিক-উল হকের মতো আইনজীবি এখন খুবই অভাব। তার অভাব আমরা অনুভব করছি। তিনি সবসময় নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আইনি সহায়তা দিয়ে গেছেন।

সদ্য প্রয়াত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিস্টার রফিক-উল হকের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শনিবার রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। সেখানে তার মরদেহের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তার প্রতি শ্রদ্ধা জানান। এ সময়ে বিএনপি নেতা মজিবুর রহমান ও  চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার রফিক-উল হক চলে যাওয়ায় আইন জগতে একটা বড় ধরনের ক্ষতির সৃষ্টি হয়েছে। যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন তাকে বেহেস্ত নসিব করেন।

মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার রফিক-উল হক সারা জীবনের যে আয় তার একটা বিরাট অংশ মানুষের সেবার জন্য ব্যয় করেছেন। এই হাসপাতালের (আদ্-দ্বীন) চেয়ারম্যান ছিলেন, ক্যান্সার হাসপাতালে তার বিরাট অবদান আছে। ডায়াবেটিক হাসপাতালের পুরো আইসিইউ তিনি করে দিয়েছেন। এভাবে বিভিন্ন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজ তার হাত দিয়ে বহু কিছু হয়েছে।

রফিক-উল হকের প্রথম জানাজায় অংশ নেন মির্জা ফখরুল। সকাল সাড়ে ১০টায় আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদে ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আদ্-দ্বীন হাসপাতালের পরিচালনা পরিষদের পরিচালক, সদস্য, চিকিৎসকসহ সর্বস্তরের মানুষজন অংশ নেন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়