শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বিনামূল্যে দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৭, ৩০ নভেম্বর ২০২০   আপডেট: ২১:৪০, ৩০ নভেম্বর ২০২০
‘করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বিনামূল্যে দেওয়া হবে’

ছবি: সংগৃহীত

ঢাকা (৩০ নভেম্বর): মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের ৩ কোটি ডোজ জনগণকে বিনামূল্যে দেওয়া হবে। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণকে বিনামূল্যে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সভায় অংশ নিয়ে এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ভ্যাকসিন কেনার জন্য ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনকূলে ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশ সরকার এই ভ্যাকসিন কিনে আনবে এবং বিনামূল্যে তা সরবরাহ করবে।’ বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়