রাজনৈতিকভাবে হেফাজত-খেলাফতকে মোকাবেলা করতে হবে: মেনন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন (ফাইল ফটো)
ঢাকা (০৩ ডিসেম্বর):বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনের বিরোধীতাকারী হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহবান জানিয়েছেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এসময় দল দুটির অবস্থানকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার ভাস্কর্য বিতর্কসহ সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তি ধর্মকে আবার ঢাল হিসেবে ব্যবহার করছে। ইসলাম ধর্মকে তারা আবার বিতর্কিত করতে চায়। এখন ভাস্কর্য ও মূর্তি বনাম যে বিতর্ক তারা তুলেছে, তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের অবস্থান সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধী।
তিনি বলেন, আজকে তারা যে অবস্থান নিয়েছে তা স্পষ্টভাবেই রাষ্ট্রদ্রোহিতা ও দেশদ্রোহিতার সামিল। বাবুনগরী বলছেন, তাদের শর্ত মত দেশ পরিচালনা করতে হবে। তারা স্পষ্টভাবেই সরকারের মুখোমুখি অবস্থানে দাড়িয়েছে। এখানে ধৈর্য্য বা নীরবতার কৌশল নেওয়ার কোন অবকাশ নেই। তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা ছাড়া আর কোন পথ নেই।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ভাস্কর্য বিরোধিতার বিষয় ক্ষমতার রাজনীতির অতি পরিচিত দ্বন্ধ বির্তকের মধ্যে সীমাবদ্ধ রাখার অবকাশ নাই। এর সাথে বাংলাদেশের গণতান্ত্রিক মূল ভিত্তির প্রশ্ন জড়িত। এই ধর্মবাদী গোষ্ঠীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে অজুহাত করে সেই মূল ভিত্তিকেই আঘাত করেছে।
যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিৎ করতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের অবস্থানের পেছনে বিএনপি নেত্রী খালেদা জিয়া, জাতীয় পার্টি মদদ দিয়েছিল বলে মন্তব্য করেন ফজলে হোসেন বাদশা।