শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

হাইকোর্টে আগাম জামিন চেয়ে নিক্সনের আবেদন

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ অক্টোবর ২০২০  
হাইকোর্টে আগাম জামিন চেয়ে নিক্সনের আবেদন

ঢাকা(১৮ অক্টোবর): হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় তিনি এই আগাম জামিন চান। আগামী মঙ্গলবার জামিন আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

রোববার নিক্সন চৌধুরীর আইনজীবীরা বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি জমা দেন। এদিন আদালতে নিক্সন চৌধুরীর জামিন আবেদনটি দাখিল করেন তার আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

আইনজীবি মনজুর উপস্থিত সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের মামলায় আগাম জামিন চেয়ে নিক্সন  চৌধুরীর করা আবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে। আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রকাশের অনুপযোগী ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন করেন ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে সংসদ সদস্য নিক্সন  চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়