বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

গণতন্ত্র একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩০, ৫ ডিসেম্বর ২০২০  
গণতন্ত্র একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত: ফখরুল 

ছবি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর(বিজনেস ইনসাইডার)

ঢাকা (০৫ ডিসেম্বর) : নামে-বেনামে গণতন্ত্র আজও একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরংকুশ করার জন্য আজ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার আয়োজন চলছে। অতীত থেকে শিক্ষা নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদের সে আয়োজন নস্যাৎ করে দিতে হবে।

শনিবার স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে ফখরুল বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আবারও বহুদলীয় গণতন্ত্রের পথচলা। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। এই দিনে গণতন্ত্রের দুশমনেরা পরাজিত হলেও আজও তারা চুপ করে বসে নেই। তাই সেই নিরবচ্ছিন্ন আন্দোলনের অটল ও আপসহীন নেত্রী খালেদা জিয়াকে পরাজিত শত্রুরা চক্রান্ত করে অন্তরীণ করে রেখেছে। 

তিনি বলেন, এদেশের গণতন্ত্র প্রিয় মানুষ সকল বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘœ করেছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনও শৃঙ্খলমুক্ত নয়। নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশ ফুটে উঠছে বর্তমান শাসক গোষ্ঠীর আচরণে। 
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়