বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৪, ৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:০৫, ৭ ডিসেম্বর ২০২০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত

ফাইল ছবি

ঢাকা (০৭ ডিসেম্বর): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি।

আবুল খায়ের বলেন, ‘মন্ত্রী মহোদয় রোববার সকালে কোভিড-১৯ টেস্ট করতে দিয়েছিলেন। রাতে তার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।’ শিক্ষামন্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।

শনিবার শিক্ষামন্ত্রীর জ্বর আসে। এরপর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিরা মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর আগে সাবেক সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়