বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

করোনায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৮

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪২, ৭ ডিসেম্বর ২০২০  
করোনায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৮

ফাইল ছবি

ঢাকা (০৭ ডিসেম্বর): দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৭৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।

এতে আরো বলা হয়, সোমবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৩৭টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৬৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮টি। নমুনা পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৬৭ শতাংশ।

মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১২ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়