ভাস্কর্য ইস্যুতে আলোচনায় বসতে চায় হেফাজত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা(১০ ডিসেম্বর): ভাস্কর্য নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানে সরকারের সঙ্গে আলোচনায় বসে সমাধাণ করতে চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার চেষ্টা করা হচ্ছে বলে দলটির নেতারা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ একথা জানান।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতা ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আলাপআলোচনার মধ্যদিয়ে যেন এই সদস্যার সমাধান হয়। এজন্য সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
কবে এই বৈঠক হবে উপস্থিথ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহফুজুর হক বলেন, সময় ঠিক হয়নি। তবে যোগাযোগ চলছে। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে বৈঠকের ব্যবস্থা হবে।
এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়েন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম। এসময় তিনি ভার্স্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমের নামে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার প্রত্যাহার চান।
লিখিত বক্তব্যে নূরুল ইসলাম বলেন, সেক্যুলারের আড়ালে আশ্রয় নেওয়া ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে এ দেশের ধর্মপ্রাণ মানুষ এই কুচক্রী মহলকে রুখতে রাস্তায় নামতে বাধ্য হবে। হেফাজতে ইসলাম ভাস্কর্য নির্মাণ বিষয়ে সরকারকে ইসলামের আকিদা, ইমান ও শিক্ষার বিরুদ্ধে গিয়ে পৌত্তলিকতা প্রসারের রাষ্ট্রীয় গোমরাহির পথ পরিহার করার আহ্বান জানান তিনি।
সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভঅস্কর্য ভাঙ্গার সঙ্গে জড়িতদের শাস্ত চান বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।