বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিকেল পর্যন্ত থাকতে পারে ঘণ কুয়াশা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪২, ১১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:১০, ১১ ডিসেম্বর ২০২০
বিকেল পর্যন্ত থাকতে পারে ঘণ কুয়াশা

ছবি: বাসস

ঢাকা (১১ ডিসেম্বর): আজ ভোর থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন। সূর্যের দেখাই মিলছে না। এতে বাড়ছে শীতের প্রকোপ। সারাদেশে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মাঝারী বা ঘণ কুয়াশা পড়তে পারে এবং বিকাল পর্যন্ত কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। খবর বাসস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
অন্যদিকে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়