অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১২ ডিসেম্বর): বাংলা একাডেমির ঐতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলা এবার হচ্ছে না। করোনাভাইরাসের কারণে এই মেলা স্থগিত করা হচ্ছে।
মেলা স্থগিত করতে এরইমধ্যে বাংলা একাডেমী থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামীকাল রবিবার বা সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলে একাডেমীর কর্মকর্তারা জানিয়েছেন।
মেলা স্থগিতের প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী জানান, গত বৃহস্পতিবার বাংলা একাডেমির পরিষদ সভায় বইমেলা স্থগিত করার প্রস্তাব গ্রহণ করা হয়। অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী রবিবার কিংবা সোমবার জানা যাবে সিদ্ধান্ত।
তবে এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা স্থগিত হলেও ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
১৯৭৪ সাল থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত এই বইমেলা চালু হয়েছে। বিশ্বের দীর্ঘতম সময়ের এই বইমেলা এবারই প্রথম নির্ধারিত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে না।