বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (সংগৃহীত)
ঢাকা (১৫ ডিসেম্বর): সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে দেশটির ইলেকটোরাল কলেজ। স্থানীয় সময় সোমবার ৫০টি অঙ্গরাজ্যের ইলেকটরদের বৈঠকের তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে আনুষ্ঠানিকভাবে জয়ী হওয়ার পর এক ভাষণে জো বাইডেন বলেন, মানুষের ইচ্ছার জয় হয়েছে। এই জয় মার্কিন জনগণের জয়।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।