আজ বিজয়ের দিন, আমাদের বিজয় দিবস
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১৬ ডিসেম্বর): আজ ১৬ ডিসেম্বর। আমাদের বিজয়ের দিন, মহান বিজয় দিবস। পরাধীনতার শৃংখল থেকে জাতি হিসেবে বাঙালির মুক্তির দিন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এই দিনে বীর বাঙালি ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সবুজের পতাকা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে ঠাঁই করে নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
নয় মাস পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের পর ৪৯ বছর আগে এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহওরাওয়ার্দী উদ্যান) বর্বর পকিস্তানি হানাদার বাহিনীর প্রায় ৯২ হাজার সদস্য আত্মসমর্পন করেছিল যৌথবাহিনীর কাছে। এ ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়েই স্বাধীনতার রক্তিম সূর্যালোতে উদ্ভাসিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সেই থেকেই ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, আমাদের বিজয় দিবস।
১৯৭২ সালের ২২ জানুয়ারি সরকার এক প্রজ্ঞাপনে বাংলাদেশের বিজয়ের এ দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়। ওই বছর থেকেই ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করা হচ্ছে।
করোনাভাইরাস মহামারীর কারণে অন্য অনেক রাষ্ট্রীয় কর্মসূচির মত এবারের বিজয় দিবসের কর্মসূচিও সীমিত করা হয়েছে। বরাবরের মতো এবার জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ (প্যারেড) অনুষ্ঠিত হচ্ছে না। তবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা এবং দেশের সব জেলা-উপজেলায় ৩১ বার তোপধ্বনি করা হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হবে। ৫০তম বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বিশেষ বাণী দিয়েছেন। আলাদা বাণীতে তারা দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু, অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন।
আজ সরকারি ছুটির দিন। তবে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকায় সাজানো হবে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহন করেছে। দিবসের তাৎপর্য তুলে ধরে আজ সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।