পাকিস্তানে বাংলাদেশের বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৭ ডিসেম্বর): পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় দিবস পালন করেছে। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে হাই কমিশন প্রাঙ্গনে দিনব্যপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর ইউএনবি।
বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং ইসলামাবাদে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এ উপলক্ষ্যে চান্সারি প্রাঙ্গনে বিজয় দিবসের ব্যানার, পোস্টার ও অন্যান্য সামগ্রী দিয়ে সজ্জিত করা হয়।
চান্সারি প্রাঙ্গনে সকালে হাইকমিশনা মো. রুহুল আলম সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। পতাকা উত্তোলনের পর জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করে বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন হাই কমিশন ও অন্যান্য কর্মকর্তারা।
হাই কমিশনার মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে আলোকচিত্র, পোস্টার, বই ও প্রকাশনর দুটি প্রদর্শনী উদ্বোধন করেন। দুপুরে হাই কমিশনারের সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।