উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
জয়পুরহাট প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
জয়পুরহাট (১৯ ডিসেম্বর): উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার ভোরে জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হওয়ার পর থেকেই এ অবস্থা বিরাজ করছে। এদিকে দুর্ঘটনার সময় গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হিলি স্থল বন্দরের দিকে যাচ্ছিল। সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুরানাপৈল রেলগেট অতিক্রমে করার সময় দিনাজপুরের পার্বর্তীপুর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস সজোরে বাসটিকে ধাক্কা দেয়ায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিযে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রেন সরানোর কাজ করছে বলে তিনি জানান।
সালাম কবির আরো জানান, পুরানাপৈল রেলগেটে ট্রেন দুর্ঘটনার সময় গেটম্যান ঘুমিয়ে ছিলেন। ওই সময় রেলক্রসিয়ের গেটও খোলা ছিল।
গেটম্যানে অনুপস্থিতি ও ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই পুরানাপৈল রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা দুই গেটম্যান রহমান ও নয়ন পলাতক রয়েছে।
এ ট্রেন দুর্ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দীনকে আহবায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজা হাসানের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।
দুই কমিটিকেই তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।