মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২১ ডিসেম্বর): জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। ১৮৯টি দেশের মধ্যে এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। সোমবার পরিকল্পনা মন্ত্রনালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
২০১৯ সালের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক (এইচডিআই) প্রতিবেদন ২০২০ প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এ অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত, শ্রীলংকা, মালদ্বীপ এবং ভুটান। বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান। পাকিস্তান এক বছরের ব্যবধানে দুইধাপ পিছিয়ে ১৫৪তম, নেপাল পাঁচধাপ এগিয়ে ১৪২তম এবং আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৬৯তম অবস্থানে রয়েছে।
প্রতি বছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিকপ্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরী করে ইউএনডিপি।
এবারের মানব উন্নয়ন সূচকে বরাবরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে নরওয়ে। এ সূচকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড ও সুইজাল্যান্ড। এরপর রয়েছে হংকং, আইসল্যান্ড, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। এ সূচকে সবার শেষে রয়েছে গায়ানা, লাইবেরিয়া, গিনি বিসাউ, কঙ্গো ও নাইজার।