ঢাকার বাতাস সবচেয়ে দূষিত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২১ ডিসেম্বর): বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস সবচেয়ে খারাপে তালিকায় উঠে এসেছে। সোমবার সকালে দূষিত বাতাসের শহরের তালিকায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) উঠে আসে ঢাকা। খবর ইউএনবি।
সকাল ১০টা ৩০মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৩২৩। এ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়ে থাকে। এ অবস্থায় প্রত্যেকেই মারাত্বক স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন। একিউআই ৩০০ এর বেশি হলে জনগণকে বাইরের কাজ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।
একিউআই সূচকে দূষিত বাতাসের শহরের তালিকায় ২৯৪ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয় এবং ২৯৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা তৃতীয় স্থানে রয়েছে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরী করা একিউআই সূচক একটি নির্ধিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দিয়ে থাকে। এর মাধ্যমে মানুষ কতটা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সেটাও জানানো হয়।
ঢাকার বায়ু দূষণের অভিযোগ অনেক পুরনো। সাধাণত বর্ষা কালে ঢাকার বাতাসের মান উন্নত হয়। তবে ২০১৯ সালে বাংলাদেশ বাতাসের মানের দিক থেকে সবচেয়ে খারাপ সময় পার করেছে। বিশ্ব বায়ু মান প্রতিবেদনে ২০১৯ সালে ঢাকা দ্বিতীয় দূষিত বাতাসের শহরের তালিকায় উঠে আসে।
ঢাকার আশপাশে বিভিন্ন এলাকায় অবৈধভাবে স্থাপন করা ইটভাটা থেকে নির্গত ধোঁয়াকে এখানকার বায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়ে থাকে।