এদেশ যতদিন বঙ্গবন্ধু, শেখ হাসিনার লিগ্যাসি ততদিন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২১ ডিসেম্বর): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগ্যাসি ততদিন থাকবে।
সোমবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন থেকে তিনি ভার্চুয়ালি এ সম্মেলনে যোগ দেন।
ওবায়দুল কাদের বলেন, এদেশে দুটি লিগ্যাসি রয়েছে। একটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন্যটি শেখ হাসিনা। যতদিন এ জনপদ থাকবে, ততদিন এই লিগ্যাসি থাকবে।
সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আর্থ সামাজিক সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশকে তারা ২৪ বছর শোষণ করেছে, সোনার বাংলাকে তারা শ্মশানে পরিণত করেছিল। পাকিস্তানের পার্লামেন্টে এখন আজকের বাংলাদেশ নিয়ে আলোচনা হয়। তারা এখন বাংলাদেশ হতে চায়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের পক্ষে রাজনৈতিক কর্মসূচি দিতে ভুলে গেছে। দলের ভেতর এখন পক্ষ বিপক্ষ তৈরী হয়েছে। দেশ ও জনগণের কথা ভাবার সময় এখন তাদের নেই। তিনি বলেন, বিএনপি সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। নেতিবাচক মন্তব্যের কারণে দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে।
সেতুমন্ত্রী বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ সবাই যদি বিএনপির লোক হয়, তাতেও কোন লাভ হবে না। কমিশন তো ভোট দেবে না। ভোট দেবে জনগণ। সেই জনগণই বিএনপিকে প্রত্যাখান করেছে। সেই জনগণের ওপর প্রতিশোধ নিতেই বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের এ অপচেষ্টা হালে পানি পাবে না।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।