২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (২১ ডিসেম্বর): সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ৩২ জন মৃত্যু বরণ করেছেন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে ১ হাজার ৪৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ১৮৩ জনে।
এতে আরো বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৬৭জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪জন হয়েছে।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩২জনের ২৩জন পুরুষ ও ৯জন নারী। এদের মধ্যে হাসপাতালে ৩০জন এবং বাড়িতে দুইজন মারা গেছেন। এদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে ৩ জন, সিলেটে তিনজন এবং রংপুরে একজন মারা গেছেন।
এ সময়ে ১৬০টি ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৬৯টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।