যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল অব্যাহত থাকবে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৩ ডিসেম্বর): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল অব্যাহত থাকবে। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
করোনাভাইরাসের নতুন ধরণের বিস্তৃতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতোমধ্যেই বিশ্বের ৪০টির বেশি দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় প্রতিমন্ত্রী সরকারের এ মনোভাবের কথা জানালেন।
একই অনুষ্ঠানে যোগ দিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেছেন, ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন সব দেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং করতে তিনটি বিমানবন্দরে সংশ্লিস্ট কর্তৃপক্ষ স্ক্রিনিং সিস্টেম বসিয়েছে।
এর আগে মঙ্গলবার তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন করোনাভাইরাসের সংক্রমনের প্রেক্ষিতে এখনই যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের কথা ভাবা হচ্ছে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আকাশ পথে যোগাযোগ বন্ধ না করে সংক্রমন ঝুঁকি প্রশমনের ব্যবস্থা নেয়া হবে।
মফিদুর রহমান আরো বলেন, আমাদেরকে অর্থনীতির কথা চিন্তা করতে হবে। একই সঙ্গে অনেক মানুষ দেশের বাইরে থাকেন। সেজন্য এয়ার কানেকটিভিটি দরকার আছে। এখন যে পরিস্থিতি রয়েছে, তাতে আমার মনে হয় না ফ্লাইট বন্ধ করার সময় এসেছে।
যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন রূপ ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ প্রেক্ষিতে মহামারি ঠেকাতে ফ্লাইটের পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কানাডা, স্পেন, পেরুসহ বিশ্বের প্রায় ৪০টি দেশ।
তবে ইউরোপীয়ান কমিশন এর সদস্য দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জরুরী বিমান চলাচল শুরু এবং বাণিজ্য অব্যাহত রাখার আহবান জানিয়েছে।