সিলেটে যুক্তরাজ্যের ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে
সিলেট ব্যুরো || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
সিলেট (২৪ ডিসেম্বর): সিলেটে হোম কোয়ারেন্টিনে রয়েছেন যুক্তরাজ্য থেকে আগত ১৬৫ যাত্রী। বৃহস্পতিবার সকালে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৬৫জন যাত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখানকার চিকিৎসকরা তাদের হোম কোয়ারেন্টিনে থাকার এ নির্দেশনা দেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সাংবাদিকদের বলেন, সিলেটে অবতরণ করা বিমানের ১৬৫জন যাত্রীর করোনা নেগেটিভ সনদ ছিল। বিমানবন্দরে নামার পর তাদের সনদগুলো যাচাই বাছাই করা হয়েছে। তখন ছয়জনের সনদ নিয়ে কিছটা সন্দেহ হলে সেগুলো আরো বিস্তারিত যাচাই বাছাই করা হয়। পরে অবশ্য সেগুলো সঠিক বলেই প্রমাণ পাওয়া যায়। অবশেষে যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার নির্দেশনা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায়ও তাদের কারো মাঝে করোনার লক্ষণ না থাকায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারো শরীরে করোনার উপসর্গ না থাকায় প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়ার প্রয়োজন পড়েনি বলে তিনি জানান।