রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান সেতুমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৮ ডিসেম্বর): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আন্তর্জাতিক সংস্থা গুলোর প্রতি আহবান জানিয়েছেন।
সোমবার সরকারি বাস ভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। খবর বাসস।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে শেখ হাসিনার সরকার বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে আসছে। কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে।
তিনি বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী টেকনাফ-উখিয়ায় আশ্রয় নেয়ায় তাদের ভরণ পোষণ বাংলাদেশের অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ধারণ ক্ষমতার কম জায়গায় অধিকাংশ মানুষ বসবাস করায় হুমকির মুখে পড়েছে সামাজিক পরিবেশ।
সেতুমন্ত্রী বলেন, সেখানে তাদের অবস্থানের কারণে দেখা দিয়েছে মানবিক ও পরিবেশ বির্পয়ের আশংকা। তাদের কারণে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত ঘিরেও পর্যটন শিল্পের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় সরকার ভাসানচরে আরো বেশি সুযোগ সুবিধা দিয়ে তাদের স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় যারা ভাসানচরে গিয়েছে, তারা স্বস্তি প্রকাশ করলেও কোন কোন আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়া রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে স্থানান্তরের কথা প্রচার করছে। সেটা মোটেও সত্য নয়।
ওবায়দুল কাদের বলেন, যারা স্বেচ্চায় যেতে চেয়েছে কেবল মাত্র তাদেরকেই স্থানান্তর কর হচ্ছে। কোন ধরণের চাপ প্রয়োগ করে নয়।
সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহে ইতোমধ্যেই সরকার উদ্যোগ নিয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারিতে টিকা দেশে এসে পৌঁছাবে। টিকা সংগ্রহ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আগেই প্রস্তুতি নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কাদের বলেন, টিকা এখনো দেশেই আসেনি। এরই মধ্যে মতলবি মহল বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে। তিনি দেশবাসীকে এ ধরণের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।