আজ ভাসানচরে যাচ্ছেন ১৮০৪ জন রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: পিআইডি
ঢাকা (২৯ ডিসেম্বর): চট্টগ্রাম থেকে এক হাজার ১৮০৪জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার নৌবাহিনীর পাঁচটি জাহাজ তাদেরকে চট্টগ্রাম থেকে ভাসানচরে নিয়ে যাচ্ছে। খবর ইউএনবি।
সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গার নৌবহিনীর জেটি থেকে প্রথম জাহাজটি ছেড়ে গেছে। এরপর ধাপে ধাপে আর ও চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, তাদের ধারণার চেয়ে বেশি লোক দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছেন। তিনি বলেন, ১২ শর মতো লোক যাবে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত এক হাজার ৮০৪জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন।
সোমবার রাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ভাসানচরে নেয়ার জন্য বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। রাতে তাদেরকে চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়।
এর আগে ভাসানচরের সুযোগ সুবিধা নিয়ে প্রথম যাত্রার রোহিঙ্গাদের অনেক বোঝাতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় যাত্রায় দেখা গেছে ঠিক উল্টা চিত্র। রোহিঙ্গারা এবার ভাসানচরে যেতে এবার নিজেরাই তালিকায় নাম লিখিয়েছেন। ৪ ডিসেম্বর যারা ভাসানচরে গিয়েছেন তাদের কাছে সেখানকার সুযোগ-সুবিধার কথা শুনে অনেকেই সেখানে যেতে আগ্রহী হয়ে উঠেছেন।
উখিয়া এবং টেকনাফের তালিকাভুক্ত ক্যাম্প ছাড়া বাকি সব ক্যাম্প থেকেই এবার রোহিঙ্গারা ভাসানচরে যাচ্ছেন। উখিয়ার কুতপালং ১, ২, ৩, ৪, ৫, ৮ ডাব্লিউ ক্যাম্প থেকেও যাচ্ছেন অনেক রোহিঙ্গা পরিবার। উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্প থেকে ২৭ ও কুতুপালং ২ ডাব্লিউ থেকে ২৪টি পরিবার এ দফায় ভাসানচরে যাচ্ছে।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমডোর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, দ্বিতীয় দফায় ১৭০০ বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হচ্ছে। নৌবাহিনীর কয়েকটি জাহাজে করে আজ তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা গেছে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক এমন রোহিঙ্গা পরিবারগুলোকে উখিয়া কুতুপালং অস্থায়ী প্রত্যাবাসন ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিবন্ধন করতে হয়। সেখান থেকে এসব রোহিঙ্গাকে কয়েকটি গ্রুপে ভাগ করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
এর আগে ৪ ডিসেম্বর প্রথমদফা নারী পুরুষ শিশু সব মিলিয়ে এক হাজর ৬৪২জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।