নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু হারাল: শোকবার্তায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২ জানয়ারি): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার দেয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারালো।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ক্যান্সার আক্রান্ত আয়শা খানম শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতাল মারা যান। নেত্রকোনায় নিজ গ্রামে তাকে দাফন করা হবে।
ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তুরের গণ অভ্যুত্থান এবং মক্তিযুদ্ধসহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।
আয়শা খানমের জন্ম ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোনার গাবড়াগাদি গ্রামে। তার বাবর নাম গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম। পাকিস্তান আমলে হামুদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। ঢাকা বিশ্বদ্যিালয়ে পড়ার সময় তিনি রোকেয়া হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।