ভ্যাকসিন সময় মতোই পাব: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (৪ জানুয়ারি): স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালেক বলেছেন ভারতের ভ্যাকসিন বাংলাদেশ সময় মতোই পাবে। করোনার ভ্যাকসিন প্রসঙ্গে সোমবার সচিবালয়ে বৈঠক শেষে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে চুক্তির ভিত্তিতেই বাংলাদেশ কোভিড ১৯ এর টিকা পাবে বলে ভারত পুনরায় আশ্বস্ত করেছে। তিনি বলেন, ’আমরা নিরাশ হচ্ছি না। আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে, সেটা তারা অনার করবে।’
স্বাস্থ্য মন্ত্রনালয় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনারের বরাত দিয়ে জানিয়েছে, ঢাকার সঙ্গে আগে চুক্তি হয়েছে। তাই ভারতের নতুন রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ পড়বে না।
ব্রিফিংয়ে স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান জানান, ভারতের করোনা ভ্যাকসিন রপ্তানির নিষেধাজ্ঞা বাণিজ্যিক ক্ষেত্রে প্রযোজ্য হবে। জিটুজি চুক্তির ওপর এর কোন প্রভাব পড়বে না। এক্ষেত্রে রাষ্ট্রীয় ভাবে করা চুক্তি অনুযায়ী বাংলাদেশের ভ্যাকসিন পেতে সমস্যা হবে না।
এর আগে বিজনেস ইনসাইডারকে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘সাংবাদিকদের কাছ থেকেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানতে পারি। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে তারা এ ব্যাপারে কিছু জানে না। কী হয়েছে তারা জানার চেষ্টা করছে। আমরা এ নিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।’
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘ভারত যদি নিষেধাজ্ঞা দেয়ও, তাহলেও তাদের সঙ্গে বাংলাদেশের যে উষ্ণ সম্পর্ক তাতে আমাদের টিকা পেতে কোনো সমস্যা হবে না।’