ঢাকা হবে ইকোলজিক্যাল মনোরম সিটি: তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: পিআইডি
ঢাকা (১০ জানুয়ারি): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশনের সঙ্গে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা খাল, নালা দখলমুক্তকরণ ও দৃষ্টিনন্দন শহর গড়ার কাজ করছি। শত শত হাতিরঝিল ঢাকা শহরে তৈরি হবে। ঢাকা হবে ইকোলজিক্যাল মনোরম সিটি। বিদেশিরা আসবে বাংলাদেশ দেখতে।
রোববার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘সবার ঢাকা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার মাহমুদ, উত্তর সিটির কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ও প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে তাজুল ইসলাম সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, আজকে দুই সিটিতেই যোগ্য মেয়র কাজ করছে। এই করোনাকালীন সময়েও খাল-নালা ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণে আমরা একসাথে কাজ করেছি। এখন মশা নিয়ন্ত্রণে বা কোথাও মশার উপদ্রব বাড়লে এই অ্যাপের মাধ্যমে সমস্যা জানামাত্রই সিটি কর্পোরেশনের লোকজন তা দমনে কাজ করতে পারবে।
এখন থেকে ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সেবা নিতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার ‘সবার ঢাকা’ অ্যাপের উদ্বোধন করা হয়।
এর সেবার মধ্যে থাকবে মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি, রাস্তা-ঘাট ও নালা-খাল দখলমুক্তকরণসহ অবৈধ স্থাপনা সরানো, জলাবদ্ধতা দূরীকরণ, নিকটস্থ পাবলিক টয়লেট খোঁজা, নারী ও শিশু সমস্যা সমাধান ইত্যাদি। নাগরিকরা এই অ্যাপ ব্যবহার করে তাদের সমস্যা জানাতে পারবেন। ৭২ ঘণ্টার মধ্যে সিটি কর্পোরেশন সাড়া দেবে।