সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করবে মেয়র তাপস
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা(১১ জানুয়ারি): সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। দুর্নীতির অভিযোগ নিয়ে সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সোমবার সকালে রাজধানির মানিকনগর খাল পরিস্কার কার্যক্রম পরিদর্শনের গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, সাবেক মেয়র দুর্নীতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর ও মানহানিকর। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার গুলিস্তান এলাকার বিভিন্ন মার্কেট থেকে উচ্ছেদকৃত অবৈধ দোকানদার ও ব্যবসায়ীরা ক্ষতিপূরণ ও পূর্নবাসনের দাবিতে মানববন্ধন করেন। এই মানববন্ধনে সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করে বলেছিলেন, ‘তাপস (বর্তমান মেয়র) দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধূমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। শত শত কোটি টাকা বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন। তিনি মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।