এইচএসসির ফল প্রকাশে বাধা কেটে গেল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (১১ জানুয়ারি): উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা কেটে গেল। ২০২০ সালের ফল প্রকাশ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা বোর্ড আইনের সংশোধনী অনুমোদন দেওয়ায় এখন আর ফল প্রকাশে বাধা নেই।
সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের সংশোধনী উত্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
এখানে উল্লেখ্য, বিদ্যমান বোর্ড আইন অনুযায়ী কোন বিশেষ পরিস্থিতি বা কারণে ফলাফল প্রকাশ করতে হলে আগে অধ্যাদেশ জারি করতে হয়। মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা ছাড়া জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে এইচএসসির ফল প্রকাশে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেএসসি ও জেডিসির ফলাফলকে ২৫ শতাংশ এবং এইচএসসির ফলাফলকে ৭৫ শতাংশ বিবেচনায় আনা হবে।