সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গত শনিবার মানববন্ধনে বর্তমান মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন সাঈদ খোকন। ফাইল ফটো, বিজনেস ইনসাইডার
ঢাকা(১১ জানুয়ারি): সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এই দুটি মামলা করা হয়। একটি মামলার বাদি হলেন কাজী আনিসুর রহমান, অন্যটির বাদি এড. মো: সারওয়ার আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশের জন্য মামলা দুটি রেখেছেন।
আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় দন্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন মামলার বিষয়ে শুনানি হচ্ছে।
এদিকে, সোমবার সকালে রাজধানীর মানিকনগর খাল পরিস্কার কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের মেয়র তাপস বলেছিলেন, সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনেন এই সাবেক মেয়র।