করোনাভাইরাসে মারা গেলেন সাংবাদিক মিজানুর রহমান খান
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সাংবাদিক মিজানুর রহমান (সংগৃহীত )
ঢাকা (১১ জানুয়ারি): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে শারীরিক সমস্যা বাড়লে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে গত ৯ জানুয়ারি তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। পরে আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তাকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।