করোনাভাইরাসের টিকার অনলাইন নিবন্ধন ২১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার
ঢাকা(১১ জানুয়ারি): দেশে কোভিড-১৯ টিকা প্রয়োগে অনলাইন নিবন্ধন আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এদিন ‘সুরক্ষা’ নামে একটি অ্যাপ চালু করা হবে।
সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডা. এ বি এম খুরশিদ আলম এতথ্য জানান।
খুরশিদ আলম বলেন, ‘সুরক্ষা’ নামের একটি মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকা নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা জেলা প্রশাসন কার্যালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এটি তৈরি করে।
যেভাবে ‘সুরক্ষা’ অ্যাপটি কাজ করবে
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে জানানো হয়, প্রথম অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে হবে। অথবা ওয়েবসাইট ভিজিট করতে হবে। পরে অ্যাপটিতে থাকা ১৯টি পেশার মধ্যে একটি বেছে নিতে হবে।
তারপরে নিবন্ধনকারীকে নিজের এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। এসব তথ্য দেওয়ার পর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ডাটাবেজ থেতে প্রয়োজনীয় বাকি তথ্যগুলো পূরণ করে নেবে।
প্রত্যেকে নিবন্ধনের সময় কোন শারীরিক সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার বা অন্য কোন রোগ আছে কিনা, সেই তথ্য দিতে হবে। একইসঙ্গে বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর দিলে নিবন্ধকারীর মোবাইলে একটি ওয়ান টাইম পাসওর্য়াড (ওটিপি) পাবেন। এটি পাওয়ার পরেই নিবন্ধনকারীর জন্য অ্যাপে একটি ভ্যাকসিন কার্ড তৈরি হবে। টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ কোথায়-কখন দেয়া হবে তা কার্ডে উল্লেখ থাকবে।
টিকার দুইটি ডোজ নেওয়ার পর করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে এই মর্মে একটি প্রত্যায়নপত্র দেওয়া হবে।