সীমান্ত দিয়ে পাখি জাতীয় প্রাণীর প্রবেশ ঠেকানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার
ঢাকা(১৪ জানুয়ারি): দেশের সকল সীমান্ত দিয়ে পাখি জাতীয় প্রাণী বা হাঁস-মুরগি প্রবেশ ঠেকাতে জরুরী ব্যবস্থা নিতে তিন মন্ত্রনালয়কে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়।
পার্শ্ববর্তী দেশ ভারতে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এই নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র, বাণিজ্য এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এতথ্য জানিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ এ প্রসঙ্গে বিজনেস ইনসাইডার’কে বলেন, ভারতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবসময়ই পার্শ্ববর্তী কোন দেশে ডিজিস হলে আমরা আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকি। এজন্য জেনেটিক ডিজিস এবং ট্রান্সবাউন্ডারি, এসব যাতে বাংলাদেশে আসতে না পারে সেজন্য আমরা বলেছি এ সময় পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে কোন হাঁস-মুরগি বা মুরগির বাচ্চাজাতীয় প্রাণীগুলো যাতে না আসে।
তিনি জানান, এগুলো না আসার সঙ্গে জড়িত বাণিজ্য মন্ত্রণালয়, তারা যেহেতু আমদানির বিষয়গুলো দেখে। তারপর নৌপরিবহন মন্ত্রণালয় তারা স্থলবন্দর কর্তৃপক্ষ সেটা দেখে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোস্টগার্ড-বিজিবির দায়িত্বে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশেও এ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় রেখে এ রোগের সংক্রমণ ও বিস্তার রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদফতরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। দেশের সীমান্তবর্তী জেলাসহ অন্যান্য জেলায় প্রতিদিন বার্ড ফ্লু রোগের অনুসন্ধান এবং সর্বোচ্চ সতর্কতামূলক নজরদারির ব্যবস্থা গ্রহণ এবং সরকারী-বেসরকারী খামারে নিবিড় তত্ত্বাবধানের জন্য চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে কোন মৃত বা সন্দেহজনক হাঁস-মুরগি বা পাখি পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে দ্রুত নিকটবর্তী ল্যাব থেকে পরীক্ষা করে ফলাফল অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়েছে এ চিঠিতে।
জেলা ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ও গবেষণাগারে পর্যাপ্ত নমুনা পরীক্ষার কিট ও পিপিই জরুরী ভিত্তিতে সরবরাহ, খামারে জৈব নিরাপত্তা নিশ্চিত করা, কৃষক ও খামারিদের সতর্ককরণে ব্যাপক প্রচার চালানো, বার্ড ফ্লু প্রতিরোধকল্পে এর টিকার বর্তমান মজুত যাচাই করে দ্রুততার সঙ্গে টিকা সংগ্রহের ব্যবস্থা গ্রহণেও প্রাণিসম্পদ অধিদফতরকে এ চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।