Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন এখন চার দিন

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন এখন চার দিন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৫৬, ১৪ জানুয়ারি ২০২১  
যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন এখন চার দিন

ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ জানুয়ারি): যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের এখন থেকে চারদিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। কাল শুক্রবারের পর থেকে যারা যুক্তরাজ্য থেকে দেশে আসবেন, তারা ১৪ দিনের পরিবর্তে চার দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।  

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা, সিলেটের সিভিল সার্জন, দিয়া বাড়ি এবং আশকোনা হজ ক্যাম্পের ইনচার্জের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চারদিন পর নমুনা পরীক্ষায় করোনভাইরাসের সংক্রমণ পাওয়া না গেলে বাড়িতে গিয়ে তিনি বাকি ১০ দিনের (মোট ১৪ দিন) কোয়ারেন্টিন সম্পন্ন করবেন। আর চার দিন পর নমুনা পরীক্ষায় কারও সংক্রমণ ধরা পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। সেখানকার সব খরচ যাত্রীদের বহন করতে হবে।

করোনাভাইরাসের অতি সংক্রামক একটি নতুন ধরন লন্ডন ও আশপাশের এলাকা থেকে দ্রুত ছড়াতে থাকায় ডিসেম্বরের শেষ দিকে অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ব্যাপারে সতর্কতা বাড়ানো হয়। এর অংশ হিসেবে সরকার ২৮ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে। এটি কার্যকর করা হয় ১ জানুয়ারি থেকে। এরই ধারাবাহিকতায় বুধবার নতুন এ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়