করোনাভাইরাসে আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮১
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা(২৯ অক্টোবর) : করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সনাক্ত হয়েছের ১ হাজার ৬৮১ জন।
এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৪৮ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৬৮ জনের।
দেশে কোভিট-১৯ নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬৮১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৪ হাজার ৭৬০ জনে। আর মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮৮৬ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ১ হাজার ৫৪৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২১ হাজার ২৮১ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।