Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ছুটির দিনেও ডিএসসিসির বর্জ্য অপসারণ

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছুটির দিনেও ডিএসসিসির বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:২৩, ২৪ জানুয়ারি ২০২১  
ছুটির দিনেও ডিএসসিসির বর্জ্য অপসারণ

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৩ জানুয়ারি): ছুটির দিনেও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ, চ্যানেল পরিষ্কার ও সীমানা নির্ধারণের কাজ  চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকাকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ, সীমানা নির্ধারণের কার্যক্রম পরিচালিত হয়েছে।

সরকারি ছুটির দিন শনিবারে তিনটি খাল থেকে বর্জ্য অপসারণ এবং রাত বারোটা থেকে বক্স কালভার্ট দুটিতে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমান্ডার বদরুল আমিন এক প্রেস বিজ্ঞপ্তি জানান, মেয়রের নির্দেশনা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২টি বক্স কালভার্ট ও ৩টি খাল থেকে বর্জ্য অপসারণের মাধ্যমে সেগুলোতে পানি প্রবাহ ফিরিয়ে আনার জন্য কর্মকর্তা-কর্মচারীরা পুরোদমে কাজ করে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রিমোহনী থেকে শুরু করে বিগত ১৫ দিনে জিরানী খালের দেড় কিলোমিটার অংশ থেকে ৩২ হাজার ৫০০ টন বর্জ্য ও মাটি অপসারণ এবং মান্ডা ব্রিজ থেকে কদমতলী অংশের প্রায় ৩০০ মিটার খালের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পান্থপথ বক্স কালভার্ট থেকে গত ২০ কর্মদিবসে (গত বৃহস্পতিবার রাত পর্যন্ত) ২৯টি পিট থেকে ১ হাজার ১১০.৮৯ টন এবং সেগুনবাগিচা বক্স কালভার্ট থেকে গত ১৮ কর্মদিবসে ৪০টি পিট থেকে ৫১৯.৯৭ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়