Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রোববার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোববার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫২, ৩০ অক্টোবর ২০২০  
রোববার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন

ছবি: ফাইল ফটো

ঢাকা (৩০ অক্টোবর) : করোনাভাইরাস মহামারীর কারণে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সাত মাস পর প্রত্যাহার হচ্ছে রোববার। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার একথা জানান।

হাবিবুন নাহার জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৯ মার্চ থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বনবিভাগ। রোববার থেকে পর্যটকরা আবার সুন্দরবন ভ্রমণে যেতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বন অধিদপ্তরকে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বনে প্রবেশ করা বিষয়ে উপমন্ত্রী বলেন, প্রতিটি জলযানে ৫০ জনের বেশি পর্যটক যেতে পারবেন না। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে ট্যুর পরিচালনা করার জন্য ট্যুর অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আযম ডেভিড বলেন, ইতোমধ্যে তারা সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটকদের বুকিং নেওয়া শুরু করেছেন। প্রায় সাড়ে সাত মাস ট্যুর বন্ধ থাকায় ট্যুর অপারেটররা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি জানান।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মইনুল ইসলাম জমাদ্দার বলেন, সুন্দরবন কেন্দ্রিক খুলনা ও মোংলায় ৬৩টি ট্যুর কোম্পানির কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী সাত মাস ধরে বেকার হয়ে আছেন। বনে পর্যটক প্রবেশের অনুমতির খবর তাদের মধ্যে আশার আলো জাগিয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়