বুধবার টিকাদান কর্মসূচির উদ্বোধন; সারাদেশে শুরু ৭ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মঙ্গলবার করোনা টিকা প্রয়োগের মহড়া অনুষ্সঠিত হয়; ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা(২৬ জানুয়ারি): রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৫ জনকে কোভিড-১৯ টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন জাহিদ মালেক। ওইদিন বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন। তবে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে আগামি ৭ ফেব্রুয়ারি।
মঙ্গলবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের প্রস্তুতি দেখা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এই হাসপাতালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এর মাধ্যমেই দেশে টিকা দেওয়া শুরু হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হয়ে প্রথম ৫ জনকে টিকা দেওয়া দেখবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন কার্যক্রমও চালু হয়ে যাবে। বৃহস্পতিবার ঢাকার ৫টি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে।
প্রথম যারা টিকা পাবেন, তাদের মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো অপপ্রচার দেখছি না। তবে ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাচাঁনোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে আসা। ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রচার চালায় তারা কোনভাবেই দেশের মঙ্গল চায় না। ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্তিতে না পড়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।