১৬% মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আগ্রহী নন: জরিপ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (২৬ জানুয়ারি): দেশের ১৬% মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আগ্রহী নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স (আইএইচই) এবং বাংলাদেশ কমো মডেলিং টিমের একটি যৌথ সমীক্ষায় এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার প্রকাশিত সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় ৩২% মানুষ করোনভাইরাসের ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রায় ৫২% মানুষ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে টিকা দিতে চান।
দেশের আটটি বিভাগের ১৬ টি উপজেলায় এবং ঢাকার দুটি সিটি কর্পোরেশনে ৩,৫৬০ জনের ওপর সমীক্ষা চালিয়ে এসব তথ্য পাওয়া গেছে। এই বছরের ১০ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এ সমীক্ষা চালানো হয়েছিল।
গবেষকরা বলেছেন যে, তারা ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকা কর্মসূচির ফলাফল পর্যবেক্ষণ অব্যহত রাখবেন।
গবেষণা দলের সদস্য এবং আইএইচইর সহযোগী অধ্যাপক শফিউন শিমুল বলেন, "এটি আমাদের গবেষণার প্রথম পর্যায়। টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর, আমরা সমীক্ষার দ্বিতীয় পর্ব শুরু করব।"
এদিকে, মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন স্থানে করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৫ জনকে সংক্রামিত করেছে।
স্বাস্থ্যসেবা অধিদফতর জানিয়েছে, সর্বশেষ পরিসংখ্যানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,০৫৫ জন এবং সংক্রমণের মোট সংখ্যা ৫৩২,৯১৬ জন।
অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বিভিন্ন সরকারী অনুমোদিত পরীক্ষাগারে প্রায় ১৪,৪০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে ৫১৫ টি নমুনা ভাইরাসের জন্য ইতিবাচক পাওয়া গেছে।
এছাড়াও, ২৪ ঘণ্টায় বাড়ি বা হাসপাতালে চিকিৎসাধীন ৪৪৭ জন সুস্থ্য হয়েছেন এবং এ নিয়ে মোট সুস্থ্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৭,৪২৬ জন।