করোনাভাইরাসর প্রথম টিকা নিচ্ছেন রুনু বেরোনিকা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা(২৭ জানুয়ারি): দেশে করোনাভাইরাসের টিকা প্রথম নিচ্ছেন রুনু বেরোনিকা। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।
বুধবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সংযুক্ত হয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন তিনি ৫ জনের টিকাদান কার্যক্রম পর্যবেক্ষন করবেন।
এদিকে, দেশের প্রথম টিকা গ্রহীতা হিসেবে রুনা বেরোনিকার নাম থাকলেও কোন কারণে তিনি যদি শারীরিকভাবে অসুস্থ হয় তবে তালিকায় অন্য আরো দুজনের নাম রাখা হয়েছে। অন্য দুজনের একজনকে টিকা দেয়া হবে। এরা হলেন মুন্নী খাতুন ও রিনা সরকার। এ দুজনও একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।
এছাড়া চিকিৎসক হিসেবে দেশে প্রথম টিকা নেবেন মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন।