রাজধানীতে জুমার পর হাজারো মানুষের বিক্ষোভ
মহানবীর অবমাননা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বিভিন্ন ইসলামিক সংগঠন ও সাধারণ মুসল্লিদের বিক্ষোভ মিছিল । ছবি: বিআই
ঢাকা (৩০ অক্টোবর): ফ্রান্সে মহানবী (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে জুমার নামাযের পর বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হওয়া এ বিক্ষোভ মিছিলে হেফাজত ইসলামীসহ বিভিন্ন ইসলামিক সংগঠন ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন। বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় থেকে হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে এসে আবার পল্টন মোড়ে শেষ হয়। পল্টন মোড়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভ মিছিল থেকে ফ্রান্সের সব ধরনের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। বক্তারা ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করাসহ সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান এবং সংসদে এ বিষয়ে নিন্দা প্রস্তাব উপস্থাপনের দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তীতে সোহরাওয়ার্দী ময়দানে বড় জমায়েতের ঘোষণা দেন বক্তারা। বিকাল ৩টা পর্যন্ত কয়েক হাজার মানুষ পল্টন মোড়ে অবস্থান করেন।
এ সময় গুলিস্তান থেকে নাইটেঙ্গেল মোড়মুখী এবং গুলিস্তান থেকে দৈনিক বাংলা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
বায়তুল মোকাররম এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।