শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (৩০ জানুয়ারি): দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকার পাশাপাশি আরো বিস্তার লাভ করতে পারে। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। শনিবার সকালে সর্ব নিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।