এইচএসসি বা সমমানের ফল রিভিউয়ের সুযোগ রোববার থেকে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
অনেকেই তাদের আশানুরূপ ফল পাননি। ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (৩০ জানুয়ারি): করোনাভাইরাসের কারণে আগের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলে যারা সন্তুষ্ট হতে পারেননি, তাদের এ ফল রিভিউয়ের সুযোগ রয়েছে। রোববার থেকে এ বিষয়ে আবেদন করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে।
সমন্বয় কমিটি জানিয়েছে, ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা তাদের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফল রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে কেবল টেলিটকের প্রিপেইড মোবাইল থেকেই এ আবেদন করা যাবে। ম্যানুয়ালি কোন আবেদন গ্রহন করা হবে বলে সমন্বয় কমিটি উল্লেখ করেছে।
টেলিটকের মাধ্যমে ফলাফল রিভিউয়ের আবেদন করতে হলে, মেসেজ অপশনে গিয়ে জঊঠ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে পিন নম্বর দেয়া হবে। এরপর আবার মেসেজ অপশনে গিয়ে জঊঠ লিখে স্পেস দিয়ে ণবং লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য যে কোন অপারেটরের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি আবেদনের জন্য ১২৫ টাকা করে ফি নেয়া হবে।
২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এদের সবাই পাশ করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। তবে অনেকেই তাদের আশানুরূপ ফল পাননি।