রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার আন্তরিক: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ফাইল ফটো)
ঢাকা (৩১ জানুয়ারি): পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পূর্ব নির্ধারিত আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। খবর ইউএনবি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কিছু ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। আমরা তাদেরকে বলেছি আপনাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার একটি সুযোগ রয়েছে।
তিনি বলেন, তারা প্রত্যাবাসন শুরু করার জন্য একটি তালিকা দিয়েছে। বাংলাদেশ তাদেরকে প্রক্রিয়া শুরু করতে বলেছে।
ড. মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধান না করা হলে এই অঞ্চলে শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্থ হবে। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মিয়ানমারের সঙ্গে মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে বাংলাদেশের সঙ্গে ২০১৭ সালে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারাবদ্ধ বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে লেখা এক চিঠিতে সম্প্রতি এ কথা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশসহ অন্যসব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক সমস্যা সমাধানে মিয়ানমার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন।
কাইয়া টিক চিঠিতে বলেছেন, মিয়ানমার প্রতিবেশী দেশের সাথে পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে যে কোন দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চায়।