ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে ১৩ মার্চ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো
ঢাকা (৩১ জানুয়ারি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য ১৩ মার্চ থেকে খুলে দেয়া হচ্ছে। রবিবার ভিসি মো. আখতারুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ১৩ মার্চ থেকে স্বাস্থ্যবিধি মেনে হল খুলবে। তবে সবার জন্য নয়। অগ্রাধিকার ভিত্তিতে শুধু স্নাতক ও স্নাতকোত্তর সমাপনী পরীক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রক্টর জানান, পরীক্ষার্থীদের মধ্যে যারা আগে হলে অবস্থান করছিল, তারাই হলে উঠতে পারবে। পরীক্ষা শেষ হলে তাদের হল ছেড়ে দিতে হবে। পরিস্থিতি উন্নতি হলে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য বর্ষের পরীক্ষার্থীদের হলে ওঠার বিষয়টি বিবেচনা করা হবে।
প্রক্টর বলেন, হল খোলার পর পরীক্ষার্থীদের দুই সপ্তাহ সময় দিয়ে ২৭ মার্চ থেকে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট পরীক্ষা নিতে পারবে। আগামি এক সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীদের অগ্রাধিকার তালিকা জানা যাবে। এছাড়া ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ফুল টাইম কার্যক্রম চলবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে ২০২০ সালের ২০ মার্চ আবাসিক হলগুলো খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস শুরু হলেও কোন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।