Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
করোনায় ক্ষতিপূরনের টাকা পেলো ৭ চিকিৎসক পরিবার

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনায় ক্ষতিপূরনের টাকা পেলো ৭ চিকিৎসক পরিবার

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:৪২, ২ ফেব্রুয়ারি ২০২১  
করোনায় ক্ষতিপূরনের টাকা পেলো ৭ চিকিৎসক পরিবার

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি

ঢাকা (০১ ফেব্রুয়ারি): করোনাভাইরাসে মারা যাওয়া সাত চিকিৎসকের পরিবার সরকার ঘোষিত ক্ষতিপূরণের টাকা পেয়েছে। দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের এই টাকা দেওয়া হয়েছে অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। 

এর আগে গত বছরের জুন মাসে প্রথম দফায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.মঈনের পরিবার ক্ষতিপূরনের টাকা পেয়েছেন। ওই কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্যায়ে অর্থ বিভাগ থেকে মোট ৩৪ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর জন্য মোট ১৩ কোটি ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।  

ক্ষতিপূরণ পাওয়া সাত চিকিৎসক হলেন, জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার, 
চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ সামিরুল ইসলাম, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম নুর উদ্দিন বাকী রুমী, ডা. শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অর্থোপেডিকের সহকারী অধ্যাপক ডা. রেজওয়ান শামীম, যশোর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র পরামর্শক ডা. সৈয়দ সাজ্জাদ কামাল, ময়মনসিংগ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুবি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মহুদুল হাসান এবং ডা. রশিদ সরোয়ার (ওএসডি)। 

গত ২৩ এপ্রিল অর্থি বিভাগ থেকে জারি করা একজ সারকুলারে বলা হয়েছে, হাসপাতালের ডাক্তার ও নার্স বা স্বাস্থ্যকর্মীরা কর্মরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হলে তারা ক্ষতিপূরণ পাবেন।  ২৩ এপ্রিল, অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, ডিউটি করার সময় কোভিড -১৯ এ সংক্রামিত হলে চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সকল সরকারী কর্মকর্তা ক্ষতিপূরণ পাবেন।

ক্ষতিপূরণের নির্দেশনা অনুযায়ী, ডাক্তার বা নার্স অথবা স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ এ আক্রান্ত হলে ৫ থেকে ১০ লাখ টাকা এবং মারা গেলে ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। এইক্ষেত্রে মৃতের বেতনের গ্রেড বা স্কেল বিবেচনায় আনা হবে। 

এখানে উল্লেখ্য, চলতি বাজেটে সরকার এই খাতে ক্ষতিপূরণ বাবদ মোট ৫’শ কোটি টাকা বরাদ্দ রেখেছে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়