Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সংক্ষিপ্ত সিলেবাসে আগামীকাল মাধ্যমিকের পাঠদান শুরু

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংক্ষিপ্ত সিলেবাসে আগামীকাল মাধ্যমিকের পাঠদান শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৪, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ২৩:৩৪, ৩১ অক্টোবর ২০২০
সংক্ষিপ্ত সিলেবাসে আগামীকাল মাধ্যমিকের পাঠদান শুরু

ছবি: সংগৃহীত

ঢাকা( ৩১ অক্টোবর) : আগামীকাল রবিবার থেকে মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান শুরু হচ্ছে। পরে সাপ্তাহিক অ্যাসাইমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের পাস করানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জানা গেছে, সংক্ষিপ্ত সিলেবাসের পাঠদান আট সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী  ডিসেম্বরের মধ্যে আট সপ্তাহে সিলেবাস শেষ করতে হবে। আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে মাউশি।

মাউশির সংশ্লিষ্ট উর্ব্ধতন কর্মকর্তারা জানান, শিক্ষার্থীকে পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখতে বাড়ির কাজ ও অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। পাঠ্যসূচি ও মূল্যায়ন টুলস তৈরির ক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত ৮ সপ্তাহ পাওয়া যাবে। কোন সপ্তাহে শিক্ষার্থীর কী মূল্যায়ন করা হবে, তার নির্দেশনা সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে। প্রথম সপ্তাহে মূল্যায়নের পর ২য় সপ্তাহের প্রস্তুতি নিতে হবে। এভাবে পর্যায়ক্রমে আট  সপ্তাহ শেষে শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রম শেষ হবে।

প্রস্তাবিত  মূল্যায়ন  নির্দেশনা  অনুসরণ  করে শিক্ষার্থীকে প্রত্যেক সপ্তাহে  প্রতিটি বিষয়ে একটি করে বাড়ির কাজ দিতে হবে। প্রতিটি বিষয়ে আট সপ্তাহে  প্রস্তাবিত আটটি কাজ সম্পন্ন করতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক কাজের মূল্যায়ন করবেন। এ কার্যক্রমে  প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতসহ শিক্ষা প্রতিষ্ঠানকে সব মূল্যায়নের তথ্য সংরক্ষণ করতে হবে।

মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, ৬ষ্ঠ থেকে নবম শ্রেনীর  শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত  এই  সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক  বোর্ড (এনসিটিবি)। এরপর এনসিটিবি এই সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়