Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২১  
করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ

অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম (ফাইল ফটো)

ঢাকা (০৩ ফেব্রুয়ারি): ৭৪ হাজার মানুষ বুধবার সকাল পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। বুধবার টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভা ও বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। খবর ইউএনবি।

অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেন, 'টিকার জন্য নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। ৫ ফেব্রুয়ারির পরেও নিবন্ধন কাজ চলমান থাকবে। এছাড়া সারা দেশের গ্রাম-গঞ্জে ভ্যাকসিন নিবন্ধনের জন্য মাইকিং, জনপ্রতিনিধিদের দ্বারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরাসহ গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে।' 

তিনি বলেন, 'করোনাভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে শুরুতে বিভিন্ন আলোচনা-সমালোচনা, ভয়-আশঙ্কা ও গুজব ছড়ালেও, পর্যায়ক্রমে টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে।' 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অধিদপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যমন্ত্রী আগামি ৭ ফেব্রুয়ারি টিকা কার্যক্রমের প্রথম দিনই টিকা নেবেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়