রাতে বাড়বে ঠান্ডা, দিনে গরম
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ফ
ঢাকা (০৮ ফেব্রুয়ারি): সারাদেশে রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের সোমবার সন্ধ্যার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দেশের পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ৩৬মিনিটে এবং রবিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০মিনিটে।