আল-জাজিরা ইস্যুতে ৬ অ্যামিকাস কিউরি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
হাইকোর্ট (ফাইল ছবি)
ঢাকা (১০ ফেব্রুয়ারি): দেশে কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে মতামত জানতে ছয়জন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শিরোনামে ১ ফেব্রুয়ারি আল জাজিরায় প্রতিবেদনটি সম্প্রচারিত হয়।
হাইকোর্টের নিয়োগ করা ছয় অ্যামিকাস কিউরি হলেন- সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও ফিদা এম কামাল, সিনিয়র আইনজীবি কামাল উল আলম, আবদুল মতিন খসরু, শাহদীন মালিক ও প্রবীর নিয়োগী। ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে অভিমত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শুনানি চলাকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওপর ক্ষোভ প্রকাশ করে আদালত বলেছেন, বিশ্বের কয়েক কোটি মানুষ এরই মধ্যে আল-জাজিরার প্রতিবেদনটি দেখেছেন। বিটিআরসি এতদিন কী করল, আপত্তিকর কিছু সম্প্রচার বন্ধের বিটিআরসির ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আদালতের কাঁধের ওপর বন্দুক রাখা হচ্ছে? এখন এগুলো বন্ধ করা না করা সমান।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনামুল কবির ইমন সোমবার বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধ ও ফেসবুক-ইউটিউব থেকে বিতর্কিত প্রতিবেদন সরানোর বিষয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। মঙ্গলবার আবেদনকারী নিজেই রিট আবেদন আদালতের নজরে এনে দ্রুত শুনানির আরজি জানান।
তখন আদালত বিকেল পৌনে ৪টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন। বিকেলে আদালত আজ সকাল ১১টায় সময় নির্ধারণ করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আল জাজিরায় বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।