করোনার টিকা নিলেন সালমান এফ রহমান
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
করোনার টিকা নিলেন সালমান এফ রহমান। ছবি: বিজনেসইনসাইডারবিডি
ঢাকা (১০ ফেব্রুয়ারি): করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।
টিকা নেয়ার পর ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সালমান এফ রহমান বলেন, আজকে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। আসুন নিজেরা টিকা নিই, অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করি। আপনার এই অবদান দেশ ও জাতির করোনা যুদ্ধ জয়ে ভূমিকা রাখবে।
দুপুর ১২টা ৪৫ মিনিটে সালমান এফ রহমান টিকা নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যদেরও দেখা গেছে।
করোনা টিকা নেয়ার পর সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ‘টিকাগ্রহণের বয়সসীমা আরও কমানোর সম্ভাবনা আছে।’ তিনি বলেন, ‘আমরা মনে করছি- টিকা প্রদানের বয়সসীমা কমলে মানুষের আগ্রহ আরও বাড়বে। প্রধানমন্ত্রী বয়সটা আরও রিল্যাক্স করার কথা ভাবছেন।’
সালমান এফ রহমান আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাহসী সিদ্ধান্ত না নিতেন তাহলে এত দ্রুত আমরা টিকা পেতাম না। টিকা অনুমোদনের আগে তিনি (প্রধানমন্ত্রী) ৬০ মিলিয়ন ডলার অগ্রিম দিতে রাজি হয়েছিলেন। এই কারণে অনেক দেশের আগে আমরা টিকা পেয়েছি।’
তিনি বলেন, ‘টিকা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এটা স্বাভাবিক। যদিও ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে সমালোচনা করেছে লোকজন। আমি মনে করি- সমালোচনা যারা করতেছে তারা এমনেও করবে, ওমনেও করবে। কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের উদ্যোগের প্রশংসা করছেন।’
উল্লেখ্য, বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সরকারকে করোনার এই টিকা সরবরাহ করছে।
করোনাভাইরাসের এই টিকার ৩ কোটি ডোজ কিনতে ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা রয়েছে সেরাম ইনস্টিটিউটের।